দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হারমানপ্রীত

 অনলাইন ডেস্ক    ২৫ জুলাই, ২০২৩ ১৪:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

চলতি বছরের গত ২২ জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুইটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় নারী ক্রিকেটার দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। মাঠে অখেলোয়াড়ি সুলভ আচরণ এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে এর দায়ে ইতিমধ্যে, ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার সাজা পেয়েছেন অধিনায়ক। সেই সাথে চার ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন হারমানপ্রীত কৌর।

এবার ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানান হয়েছে, আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য বহিষ্কার হতে যাচ্ছেন অধিনায়ক।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে।

এর ফলে পরবর্তী একটি টেস্ট, দুইটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। অধিনায়ক হারমানপ্রিত কৌর জন্যেও থাকছে একই নিয়ম।

আরও পড়ুন: এবার ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন লিওনেল মেসি...

যার ফলে চলতি বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে ভারতীয় নারী দলদের।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন অধিনায়ক। সেই সঙ্গে আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেন অধিনায়ক। শুধু এখানেই থামেননি ম্যাচ পরবর্তী সময়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে।

অনলাইন ডেস্ক