ছন্দে ফিরতে মরিয়া লিটন-সৌম্য

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১০:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

বিশ্বকাপ দল ঘোষণার দিন মিরপুরে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকার। কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে বিশেষ সেশন করেন সাকিব।

সৌম্য টিপস নিয়েছেন খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। নেট বোলারের বিপরীতে ব্যাটিং করেছেন লিটন। ছিলেন এবাদতও। ধীরে ধীরে ইনজুরি থেকে সেরে উঠছেন টাইগার পেসার এবাদত। পূর্ণ রিদমে না হলেও শুরু করেছেন বোলিং। লিটনের সঙ্গে তার রসায়নটাও জমে উঠেছিলো বেশ।

এদিকে যখন মিরপুরে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, তখন মনোযোগের পুরোটাই ব্যাটিং অনুশীলনে দিয়েছেন লিটন দাস।

আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে নিপুণের রিট...

চলতি বছর খেলা ৬ টি-টোয়েন্টিতে ১৩.১৬ গড়ে একশর নিচে স্ট্রাইকরেটে মাত্র ৭৯ রান এসেছে লিটনের ব্যাট থেকে। যার কারণে অনুশীলনে দীর্ঘ সময়ে ব্যাটিং করেই কাটিয়েছেন তিনি।

সবমিলিয়ে আজ বুধবারের (১৫ মে) শেষ অনুশীলনের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয় এই তিন ব্যাটসম্যান। যাদের ওপর গুরুদায়িত্ব থাকবে টাইগারদের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করার।

অনলাইন ডেস্ক