বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা

 অনলাইন ডেস্ক    ২২ মে, ২০২৪ ১৭:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া প্রথম আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই আম্পায়ারের নাম এবার আরেকটা প্রথমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এলিট প্যানেলে থাকা ৪৭ বছর বয়সী বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আজ বুধবার (২২ মে) আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: সামর্থ্য থাকলে সব এতিম শিশুর দায়িত্ব নিতাম: পরীমণি...

ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে ইতিহাস গড়বেন শরফুদ্দৌলা।তিনিই প্রথম বাংলাদেশি আম্পায়ার, যিনি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন।

এছাড়া মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ এর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করতে দেখা গেছে শরফুদ্দৌলাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি।

অনলাইন ডেস্ক