নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর

 অনলাইন ডেস্ক    ৫ মে, ২০২৪ ১৫:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

বাংলাদেশের মাটিতে গড়াবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি হবে আগামী ৩ অক্টোবর থেকে। আজ রোববার (৫ মে) দুপুরে বিশ্বকাপের নবম আসরের সূচি প্রকাশ করা হয়।

সূচি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস।

এছাড়া ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।

আগামী ৩ অক্টোবর দুটি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ফাইনাল হবে ২০ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টার সময় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ...

আর সন্ধ্যা ৭টার সময় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

কোয়ালিফাই করে আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলতে হবে জ্যোতিদের। মোট ১০টি দল অংশ নিবে এবারের বিশ্বকাপে। দুটি গ্রুপে ভাগ হয়ে ম্যাচ হবে সব মিলিয়ে ২৩টি। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে।

অনলাইন ডেস্ক