সাকিবের মনোনয়ন ফরম কেনা নিয়ে যা বললেন মাশরাফির ছোট ভাই

 অনলাইন ডেস্ক    ১৯ নভেম্বার, ২০২৩ ১১:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

তার পক্ষে একজন প্রতিনিধি গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, ক্রিকেটার সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন।

আরও পড়ুন: ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ...

সাকিবের আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনা নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা। মোরসালিন তার স্ট্যাটাসে লিখেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আমি সত্যিই আপনার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করি। স্বাগতম ভাই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। ওই সময় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন।

সাকিব যদি এবার মনোনয়ন পান তবে এবার সেই লড়াইয়ে দেখা যাবে সাকিবকেও।

অনলাইন ডেস্ক