শ্রীলঙ্কায় সাকিবদের ম্যাচে মাঠে সাপ ঢুকে খেলা বন্ধ

 অনলাইন ডেস্ক    ১ আগষ্ট, ২০২৩ ১৪:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

মাঠে সাপ ঢুকে গিয়ে ক্রিকেট খেলা বন্ধ থাকার নজির খুব একটা নেই বললেই চলে। তবে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ঠিক এমন একটি বিরল ঘটনা ঘটেছে। সাকিব আল হাসানের গল টাইটানস দলের সঙ্গে ডাম্বুলা অরার ম্যাচে দেখা গেল এই বিরল ঘটনা।

খারাপ আবহাওয়া, কোনো খেলোয়াড়ের চোট কিংবা মাঠে কুকুর ঢুকে ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে খেলায় বিঘ্ন ঘটা স্বাভাবিক ঘটনা। কিন্তু মাঠে সাপ ঢুকে গিয়ে খেলা বন্ধ থাকার ঘটনা অনেকটাই বিরল ও আতঙ্কজনক।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সাকিব আল হাসান মাঠে নামার প্রথম দিনই ঘটেছে এই অপ্রত্যাশিত ঘটনা। টাইগার অলরাউন্ডার বল করার সময় হঠাৎ মাঠে ঢুকে পড়ে সাপ।

ঘটনাটি ঘটে ডাম্বুলার ইনিংসের সময়। গল টাইটানসের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছিলো তারা। ডাম্বুলার রান যখন চার ওভার শেষে দুই উইকেট হারিয়ে ২৭ রান, তখনই মাঠে একটি সাপের উপস্থিতি দেখা যায়। যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

আরও পড়ুন: ভারতের ধর্মীয় উৎসবের জন্য পিছিয়ে যেতে পারে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ...

পরে চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল সাকিবের দল গল টাইটানস।

তবে মাঠে সাপ ঢুকে খেলা বন্ধ থাকার ঘটনা এটিই প্রথম নয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও এমন কিছুর সাক্ষী হয়েছেন দর্শকরা। সেই ম্যাচটি হয়েছিল ভারতের গৌহাটিতে।


অনলাইন ডেস্ক