বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ শচীন টেন্ডুলকার

 অনলাইন ডেস্ক    ৪ অক্টোবার, ২০২৩ ১৪:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আগামী কাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্দা উঠবে এবারের আসরের ১৩তম ওয়ানডে বিশ্বকাপ খেলার। গত বারের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রথম ম্যাচেই মাঠে নামবে।

আর বিশ্বকাপ শুরুর আগেই এবারের বিশ্বকাপের জন্য ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ ঘোষণা করেছে আইসিসি।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

আইসিসি জানিয়েছে, ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের কিংবদন্তি ও ভারত-রত্ন শচীন টেন্ডুলকারকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ করা হয়েছে। বিশ্বকাপের পর্দা ওঠার আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মূল মঞ্চে আসবেন শচীন এবং তিনি টুর্নামেন্ট উদ্বোধন করবেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফির দাম কত? জানলে অবাক হবেন...

এই মর্যাদা পেয়ে শচীন বলেছেন, ২০১১ সালে বিশ্বকাপ জেতাটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত।' 'ভারতে ছেলেদের ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি থাকা স্পেশাল দল ও খেলোয়াড়দের সঙ্গে আমিও এই দুর্দান্ত টুর্নামেন্টটির জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি।'

এছাড়াও এবারের বিশ্বকাপে 'অ্যাম্বাসেডর' হিসেবে থাকছেন আরও অনেক প্রখ্যাত সাবেক ক্রিকেটার। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের রস টেইলর, ভারতের সুরেশ রায়না ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। থাববেন ভারত নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজও।

এদিকে ২০২৩ বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' যিনি পেয়েছেন তার নামও ঘোষণা করেছে আইসিসি। শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনের পর এবার বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাইভা রজনীকান্ত। বিনা মূল্যে ভিআইপি স্ট্যান্ডে বসে বিশ্বকাপের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ ছাড়াও অনান্য সকল সুবিধা পাবেন তিনি।

অনলাইন ডেস্ক