সাকিবের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক লিটন

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ১৭:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র টেস্ট সিরিজ শুরু আগামী ১৪ জুন। টেস্টে বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান থাকলেও তার ইনজুরির করণে আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া একমাত্র টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস।

দলের সহ-অধিনায়ক থাকার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা পান লিটনই।

শুক্রবার এক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক লিটনকে দলের নেতৃত্ব দিতে হবে সাকিবের অনুপস্থিতিতে ।

চলতি মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলের ইনজুরিতে পড়ে টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব

বাংলাদেশ ক্রিকেট সমর্থক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, সাকিব ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। আমি যতদূর জনি, দলকে নেতৃত্ব দেবেন লিটন।

গত বছর মোমিনুল হক পদত্যাগ করার পর টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে-সাকিব ও লিটনকে দায়িত্ব দেয় বিসিবি।

আগামী ১৪ জুন থেকে সিরিজের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অনলাইন ডেস্ক