এশিয়া কাপের আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 অনলাইন ডেস্ক    ৬ সেপ্টেম্বার, ২০২৩ ১০:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে। তাদের প্রতিপক্ষ দল এখন পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব ও বাবরের দল।

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে লড়তে যাচ্ছে তারা।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার স্থানে বাংলাদেশ দলে জায়গায় হলো ডানহাতি ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখকে।

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ আবারও নিচে ব্যাটিং করবেন।

তিন নম্বরে নামবেন তাওহীদ হৃদয়। চার, পাঁচ ও ছয় নম্বরে নামতে দেখা যাবে সাকিব, মুশফিক এবং আফিফকে।

আরও পড়ুন: মেসির ২ এসিস্টে জয় পেল মায়ামি...

যদি ওপেনিংয়ে সুযোগ না পান মেহেদী হাসান মিরাজ, তবে এই অলরাউন্ডারকে দেখা যাবে সাত নম্বরে।

এদিকে শামীম পাটোয়ারীর আট নম্বর পজিশনটা প্রায় নিশ্চিত। আর শেষ তিন পজিশনে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে।

এ ম্যাচে একাদশে জায়গা না হওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। এক সময় বাংলাদেশ দলের অটোচয়েজ ছিলেন এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

অনলাইন ডেস্ক