মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ৩১ ডিসেম্বার, ২০২৩ ২০:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

নেপিয়ারে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছিল টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। একই মাঠে টি-২০ সিরিজ শেষ ম্যাচে আজ টস হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ১১০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমে বাংলাদেশ ৪ রানে হারায় প্রথম উইকেট। ৪ বলে ৪ রান করে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। পরে ওপেনার রনি তালুকদারের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন নাজমুল শান্ত।

এরপর নিয়মিত উইকেট হারিয়ে অলআউট হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল।

আরও পড়ুন: শরিফুলের পর উইকেট নিলেন সাকিব...

যে যাত্রাটা শুরু হয় অধিনায়ক শান্তর ফিরে যাওয়ার মাধ্যমে। তিনি ১৫ বলে ১৭ রান করে আউট হন। ওপেনার রনি ১০ বলে ১০ রান করেন আউট হন। এরপর ৬৮ রানে দল পাঁচটি ও ৭৮ রানে হারায় ষষ্ঠ উইকেট। ধারাবাহিক উইকেট হারিয়ে ১০০ রানের আগে হারায় আট উইকেট। সেখান থেকে অলআউট ঠেকাতে পারেননি রিশাদ-মুস্তাফিজরা।

বাংলাদেশ শেষ এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে। পেসার তানজিম সাকিবের জায়গায় খেলছেন বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম। এছাড়া পায়ের ইনজুরিতে পড়া লিটন দাস ফিট না হওয়ায় শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচেও আছেন।

অনলাইন ডেস্ক