কার কাঁধে উঠছে ভারতের দায়িত্ব!

 অনলাইন ডেস্ক    ১৭ জুলাই, ২০২৪ ১০:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

বিশ্বকাপের মুকুট মাথায় নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন রোহিত শর্মা। তবে পান্ডিয়াকে ছাপিয়ে ভারতের নতুন কাপ্তানের দায়িত্ব উঠতে যাচ্ছে সূর্যকুমার যাদবের কাঁধে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ভারত দলের সহ-অধিনায়কের ভার সামলেছেন পান্ডিয়া। সেই সঙ্গে দলকে দ্বিতীয় শিরোপা এনে দেয়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। এখন সেটি যে আর হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত।

কেননা বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব। সব ঠিক থাকলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয়া হবে।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সূত্রটি আরও জানায়, কোচ গম্ভীরও সাধুবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই দায়িত্ব বুঝে নেবেন ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের দ্বিতীয় সেরা এই ব্যাটার। আর পান্ডিয়া বহাল থাকবেন সহ-অধিনায়কের দায়িত্বেই।

তবে অধিনায়কের অভিজ্ঞতা এবারই প্রথম নয় সূর্যকুমারের জন্য।

এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও 'মেন ইন ব্লু'দের দায়িত্ব সামলেছেন তিনি।

অনলাইন ডেস্ক