ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে ১১ হাজার নিরাপত্তাকর্মী

 অনলাইন ডেস্ক    ১১ অক্টোবার, ২০২৩ ১৬:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই খেলা নিয়ে আহামেদাবাদে ১১ হাজার নিরাপত্তাকর্মী থাকবে। পুলিশ ছাড়াও ভারতের র‌্যাব অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবেন স্টেডিয়ামের প্রাঙ্গণে। মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকবে তিনটি হিট-টিম, অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও।

ভারত-পাকিস্তান মহারণ। এটা শুধু একটা ম্যাচ নয়, দু'দেশের ঐতিহ্য'র লড়াই। এ ম্যাচের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তাই এই দু'দলের ম্যাচে নিরাপত্তা নিয়ে বেশ সোচ্চার থাকতে হয় আয়োজকদের।

এই ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের টিকিটও শেষ অনেক আগেই।

আরও পড়ুন: আজ ধর্মশালার মাঠে খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড...

এবার ম্যাচের নিরাপত্তা কেমন হবে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।

ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার দায়িত্ব থাকবে গুজরাট পুলিশ ও ভারতের ন্যাশনাল সিকিউরিটি কমান্ডোর কাঁধে। ম্যাচের আগের দিনই স্টেডিয়ামসহ পুরো শহর ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে। স্টেডিয়াম প্রাঙ্গণ জুড়ে থাকবে ১১ হাজার নিরাপত্তাকর্মী।

যেখানে ৪ জন সিনিয়র আইপিএস অফিসার ও ২১ জন ডেপুটি পুলিশ কমিশনার নেতৃত্ব দেবেন। এছাড়া তিনটি হিট টিম, একটি অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও নিয়জিত থাকবে এই স্টেডিয়ামে।

একে তো হাইভোল্টেজ ম্যাচ, আবার পরদিন গুজরাটের সবচেয়ে বড় উৎসব নবরাত্রি পূজা। তাই নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার।

অনলাইন ডেস্ক