বাংলাদেশের বানান ভুলে চোটেছেন ইমরুল কায়েস

 অনলাইন ডেস্ক    ১০ জানুয়ারী, ২০২৪ ১৫:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

বাংলাদেশে বসবাসকারী দায়িত্বশীল মানুষ বাংলাদেশের নামের বানানই ভুল করবেন, সেটি স্বাভাবিকভাবে মেনে নিতেও পারেননি ক্রিকেটার ইমরুল কায়েস।

দায়িত্বশীলদের থেকে দেশের বানান ভুলে চোটেছেন এই ক্রিকেটার। সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিরূপ প্রতিক্রিয়া।

ইমরুল কায়েস আজ নিজের ফেসবুকে বাংলাদেশের বানান ভুলের বিষয়ে পোস্ট করেন। তার পোস্টে দেখা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি আগমনী কার্ডে বাংলাদেশের বানান ভুল রয়েছে। ইংরেজিতে ‘Bangladesh’ এর বদলে সেখানে লেখা হয়েছে ‘Bnagladesh’।

বানান ভুলের বিষয়ে ইমরুল কায়েস লেখেন, মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুল থাকে, যেগুলো মেনে নেওয়াটা খুবই কঠিন। গত কালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম, আমি বাংলাদেশের অ্যারাইভাল কার্ডে দেখলাম যে, বাংলাদেশের নামের স্পেলিংয়ে এই মিসটেক করা আছে।

আরও পড়ুন: এমপি হিসেবে শপথ নিলেন ২৯৭ জন...

আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশী বন্ধু ছিল একই ফ্লাইটে, ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায় এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কি হয়?

কায়েস আরও লিখেছন, ‘এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল, বাট আমি ওদেরকে কোনো রকম বুঝাইছি যে, এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন, তারা কি একটি বারের জন্য এটা দেখেন নাই? এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয়।


আমার মনে হয়, এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা সবার চিন্তার একটা বিষয়…।’ এমন ভুল ধরিয়ে দেওয়ার পরে সামাজিক মাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

কেউ বলেন, সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের অ্যাম্বাসি থেকে দেওয়া ফরমে অনেক বানান ভুল থাকে। ক্ষোভ প্রকাশ করে কেউ লিখেছেন ‘সর্বত্র অযোগ্য লোক নিয়োগ দিয়ে রাখা হয়েছে’।

অনলাইন ডেস্ক