এবারের আইপিএলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে কত টাকা পাবে?

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ২০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

আজ পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৬ তম আসরের ফাইনাল। এবারের আইপিএলের ফাইনালে লড়বে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

রোববার (২৮ মে) দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা শিরোপা নিজেদের দখলে নিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্বের।

জনপ্রিয়তার পাশাপাশি অর্থের দিক থেকেও বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এগিয়ে রয়েছে আইপিএল। টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন ও রানার্স-আপ কোন দল কত টাকা পাচ্ছে এবারের আইপিএলে তা নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটপ্রেমিদেরও।

এবারের ১৬ তম আসরের আইপিএলে মোট প্রাইজমানি ৪৬ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি টাকা।

২০০৮ প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য ছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি।

গত বছর চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি। এবারও একই পরিমাণ আর্থিক পুরস্কার থাকছে আইপিএলের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের জন্য।

ব্যক্তিগত সাফল্যের জন্যও কিছু পুরস্কার থাকছে এই আসরে। সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়ার পাবেন ১৫ লাখ রুপি। সর্বোচ্চ উইকেটশিকারী খেলোয়ার পাবেন ১৫ লাখ রুপি। ইর্মাজিং খেলোয়ারের পুরস্কারের অঙ্কটা আরও বড়। তিনি পাবেন ২০ লাখ রুপি। সবচেয়ে মূল্যবান ক্রিকেটার পাবেন ১২ লাখ রুপি।

এছাড়া প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে প্রাইজমানি। তৃতীয় স্থানে শেষ করা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থ লখনৌ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি।

বাকি দলগুলোর জন্য কোনো আর্থিক পুরস্কার থাকছে না।

অনলাইন ডেস্ক