বাংলাদেশ টিমের জন্য ইউনিট হিসাবে কাজ করতে চাই: হাসান মাহমুদ

 অনলাইন ডেস্ক    ১০ মে, ২০২৩ ১৬:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

বৃষ্টি হওয়ার আগে ম্যাচ বাংলাদেশের হাতেই ছিলো। বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১৬. ৩ ওভারে ৬৫ রান। ইংলিশ কন্ডিশনে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশি পেসার হাসান মাহমুদ বলেন, ‘ইংল্যান্ডে আয়ারল্যান্ডের সাথে এটা আমার প্রথম খেলা। তারপরও আমি আর শরিফুল শুরুটা অনেক ভালো করেছি। বোলিংয়ে আমাদের যে প্ল্যান ছিলো সেটি হলো স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করা,যতটুকু সম্ভব সুইং করা,যতটুকু সম্ভব সামনে বল করা।’

তিনি আরো বলেন, ‘ইংল্যান্ডে তাসকিন ভাইকে আজকে অনেক বেশি মিস করছিলাম, তাসকিন ভাই যেহেতু ইনজুরি, উনি আবার কামব্যাক করবে ইন শা আল্লাহ।’

হাসান মাহমুদ আরো বলেছেন,‘আমাদের যে পেস বোলিং গ্রুপটি আছে সেই গ্রুপের সকলেই অনেক বেশি ভালো কাজ করছে এবং আমরা সকল পেস বোলাররা চেষ্টা করবো একটি ইউনিট হিসাবে কাজ করার জন্য।’

অনলাইন ডেস্ক