এবার ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন লিওনেল মেসি

 অনলাইন ডেস্ক    ২৫ জুলাই, ২০২৩ ১৩:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

ক্রুজ আজুলের বিপক্ষে গত ২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। লিগস কাপে বদলি খেলোয়াড় হিসেবে নেমে শেষ মুহূর্তে ফ্রি কিকে অবিশ্বাস্য গোল করে ইন্টার মায়ামিকে জেতান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবার মেজর লিগ সকার ক্লাবটি তাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। দলটির প্রধান কোচ জেরার্ডো মার্টিনো মেসিকে মায়ামির আর্মব্যান্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে ক্লাবটির অধিনায়ক ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরি নিয়ে মাঠের বাইরে রয়েছেন তিনি।

ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জ এর পরিবর্তে দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি...

মার্টিনো আরও নিশ্চিত করেছেন, বুধবার লিগস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মায়ামি। আর এই ম্যাচে মেসি আরও বেশি সময় ধরে খেলবেন।

এর আগে বার্সেলোনায় অধিনায়ক হিসেবে মেসি নিয়মিত নেতৃত্ব দিয়েছেন। তবে প্যারিস সেন্ট জার্মেইতে কখনও অধিনায়ক হননি তিনি। আর আর্জেন্টিনার অধিনায়কত্ব করে তো গত ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফি হাতিয়ে নিয়েছেন তিনি।

তার মতো এমন হাই প্রোফাইল খেলোয়াড় মায়ামির অধিনায়ক হওয়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।

অনলাইন ডেস্ক