টানা পঞ্চমবার লিগ ওয়ানের মৌসুমসেরা এমবাপ্পে

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১৭:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার আগে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। সোমবার (১৩ মে) প্যারিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এমবাপ্পের হাতে সেরার পুরস্কার তুলে দেয়া হবে।

২৫ বছর বয়সী এমবাপ্পে এ নিয়ে লিগ ওয়ানে টানা পঞ্চমবার সেরা খেলোয়াড়র নির্বাচিত হলেন। এবারের মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৪৪ গোল করেছেন।

ফরাসি এই অধিনায়ক গত সপ্তাহে মৌসুম শেষে পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাংনী উপজেলা নির্বাচনের শেষ সময়ে সরে দাঁড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা...

সোমবার ট্রফি হাতে এমবাপ্পে বলেছেন, এটা একটি পৃষ্ঠ, যার পাতা উল্টানো জরুরি। আমার জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে। লিগ ওয়ান সবসময়ই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

এই লিগের মাধ্যমে আমি নিজেকে পরিণত করেছি, সবার কাছে পরিচিত হয়েছি। এই লিগের সম্মানিত প্রতিনিধি হিসেবে আমি সবসময় কাজ করার চেষ্টা করবো।

এটাই জীবন, কোনকিছুই এখানে স্থায়ী নয়। যা ভবিষ্যতে আমার জীবনে আসছে তা নিয়ে আমি বেশ উত্তেজিত, অবশ্যই সেটা বিশেষ কিছু।

অনলাইন ডেস্ক