কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় ছুটি ঘোষণা

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ১০:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোপা শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে দলটি। তাই ফাইনালের দিন দেশটিতে নাগরিক ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সোমবার (১৫ জুলাই) আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রধান।

জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সেখানেই একটি সংবাদ সম্মেলনে সাধারণ ছুটির ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত...

এ প্রসঙ্গে পেত্রো বলেন, কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।

অনলাইন ডেস্ক