আরও প্রশ্নের উত্তর নিয়ে রাতেই হাজির হচ্ছেন: সাকিব

 অনলাইন ডেস্ক    ২৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

বিশ্বকাপ খেলতে গত বুধবার ভারতের যাই বাংলাদেশ দল। এরপরই বিশ্বকাপ দলে না থাকা ও এর সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের কিছু প্রশ্নের উত্তর মিলেছিল একটি টিভি চ্যানেলে প্রচারিত সাকিবের সাক্ষাৎকারে।

এবার আরও প্রশ্নের উত্তর নিয়ে আসছেন সাকিব আল হাসান।

টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায়।

'সাকিব৭৫ আনসেন্সরড' এর দ্বিতীয় পর্বে আরও অনেক প্রশ্নের খোলামেলা জবাব দেবেন তিনি।

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

তামিম ফেসবুকে লাইভে এসে দাবি করেছেন, অনেকটা চাপে ফেলে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

ভক্তরা অনেকেই এই সিদ্ধান্তের জন্য দায়ী করছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। এক সাক্ষাৎকারে সাকিব ব্যাখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন! সিরিয়াস সাকিব, মুশফিক, রিয়াদ...

বুধবার সাক্ষাৎকারের প্রথম পর্বে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন সাকিব। এবার দ্বিতীয় পর্বে আর কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বেসরকারি টিভি চ্যানেলে গত বুধবার প্রচারিত হয়েছে বিশ্বকাপের দল নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার করেন। সেখানে তামিমের বাদ পড়ার প্রসঙ্গে কথা বলেছেন সাকিব।

সাকিব ইঙ্গিত করেছেন, তামিমের বাদ পড়ার পেছনে তার তেমন ভূমিকা নেই। তবে তামিম 'টিমম্যান' কিনা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিন ফরম্যাটের অধিনায়ক।

এর আগে বুধবার বিকেলে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে দেয়া এক ভিডিও বার্তায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে কথা বলেছেন তামিম।

তিনি বলেন, বিসিবি থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছিল বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করার জন্য। বিষয়টি শুনেই নাকি উত্তেজিত হয়ে যান ড্যাশিং ওপেনার।

কেননা ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তিনি ওপেনিংয়ে খেলে আসছেন। তার বিশ্বকাপে না থাকার পেছনে সেটিও একটি কারণ বলে জানিয়েছেন তামিম।

অনলাইন ডেস্ক