অফফর্ম সঙ্গী করে আইপিএল খেলতে চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ১৩:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে এখন টেস্ট সিরিজ শুরুর অপেক্ষা। তবে জাতীয় দলের হয়ে আপাতত ব্যস্ততা শেষ মুস্তাফিজুর রহমানের।

সতীর্থরা যখন টেস্টের প্রস্তুতি নিতে ব্যস্ত, মুস্তাফিজ ধরলেন ভারতের বিমান। আজ মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তিনি। তার পরবর্তী মিশন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন এই ২৮ বছর বয়সী বাঁহাতি। আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজুর রহমানই আছেন। গত মৌসুমের মতো এই মৌসুমেও তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

আরও পড়ুন: কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে করুণ কাহিনি শেয়ার করলেন জয়া...

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চেন্নাই যাত্রার খবর নিজেই দিয়েছেন মুস্তাফিজ। আজ সকালে বিমানবন্দরে নিজের অপেক্ষারত ছবি আপলোড করে তিনি লিখেছেন, নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে উত্তেজিত।

আইপিএল ২০২৪ এ চেন্নাইয়ের পথে। আমাকে আপনাদের দোয়ায় রাখুন যেন সেরাটা দিতে পারি।

এবারের আইপিএল আগামী (২২ মার্চ) মাঠে গড়াবে। ফাইনাল হতে পারে ২৬ মে। তবে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত মোট ৫১ দিন আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এরপরই জাতীয় দলের ডিউটিতে যোগ দিতে হবে তাকে।

অনলাইন ডেস্ক