গণভবনের আশেপাশে মোবাইল হারিয়ে থানায় সাকিবের জিডি

 অনলাইন ডেস্ক    ২৭ নভেম্বার, ২০২৩ ১১:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। মনোনয়ন পাওয়ার দিনে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গণভবনের আশেপাশে নিজের মোবাইল হারিয়েছেন সাকিব। এ ঘটনায় গত রবিবার ডিএমপির শেরে বাংলা নগর থানায় মোবাইল হারানোর ঘটনায় সাধারণ (জিডি) করেছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: গুলি করে ছিনিয়ে নেওয়া হলো মেসির স্ত্রীর সুপার মার্কেটের টাকা ...

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, সাকিব তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি সাধারণ জিডি করেন। তিনি ঠিক কোথায় মোবাইল হারিয়েছেন, সেটি বলতে পারছেন না। তবে তার ধারণা, গণভবনের আশপাশের এলাকায় মোবাইল হারিয়েছেন।

প্রসঙ্গত, রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই মনোনয়ন তালিকায় নতুনদের মধ্যে থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন তিনি।

অনলাইন ডেস্ক