ঢাকায় এলো আইসিসি বিশ্বকাপ ট্রফি

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৩ ১১:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

তিন দিনের সফরে বাংলাদেশে রোববার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের এসে পৌঁছেছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। আজ সোমবার (৭ আগস্ট) দুপুর ৩টার সময় বিশ্বকাপ ট্রফিটি পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হবে।

তিন দিন থাকবে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই বিশ্বকাপ ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এরপর আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ট্রফি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেখানে ট্রফি দেখতে এবং ট্রফি সাথে ছবি তুলতে পারবেন জাতীয় পুরুষ ও নারী দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

আরও পড়ুন: পূজার দিনে পাকিস্তানকে নিরাপত্তা দেবে না কলকাতা পুলিশ!..

এছাড়াও মিরপুরে ট্রফি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেট অফিসিয়ালস, সংগঠক ও মিডিয়ার কর্মীরা।

বাংলাদেশ সফরের তৃতীয় দিন সাধারণ ক্রিকেটপ্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ। দর্শকরা ট্রফি দেখার জন্য পাবেন লম্বা একটা সময়। বুধবার (৯ আগস্ট) বসুন্ধরা শপিংমলে সকাল ১১টা থেকে সবার জন্য ট্রফি প্রদর্শন করে রাখা হবে। শুধু এবারই না, এর আগেও শপিংমলে ট্রফি প্রদর্শন করেছে বিসিবি।

অনলাইন ডেস্ক