আরব আমিরাতকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১৮ ডিসেম্বার, ২০২৩ ১৬:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত।

গত রবিবার দুবাই আন্তর্জাকিত ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাট করে ওপেনার আশিকুর রহমান শিবলীর দারুণ সেঞ্চুরি এবং চৌধুরী মোঃ রিজওয়ান ও আরিফুল ইসলামের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস।

আরও পড়ুন: বিসিসিআই-এর আয় বেড়েছে কয়েক গুন...

আরব আমিরাতের ইনিংসে ধস নামান বাংলাদেশের তিন পেসার মারুফ মৃধা, ইকবাল হোসেন ও রোহনাত দৌলা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফ।

আর্যাংশ শর্মা ও অক্ষত রাইকে প্যাভিলিয়নে ফেরান তিনি। মারুফের পর রোহনাত শিকার করেন তানিশ সুরি, ইথান ডি’সুজা ও আইয়ান আফজাল খানকে। বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে এক পর্যায়ে ৪৫ রানে প্রথম পাঁচ উইকেট হারায় আমিরাত। ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় তারা।

ফলে বিশাল জয়ে অপরাজিত থেকেই প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

অনলাইন ডেস্ক