যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন পাপন

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১৩:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি এবার যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে। সেখানে নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নতুন শিক্ষামন্ত্রী হলেন ব্যারিস্টার নওফেল...

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন। এবার পাপনকে দায়িত্ব দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হলো।

নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। মন্ত্রীত্ব পাওয়ায় তিনি বিসিবির দায়িত্ব ছেড়ে দেবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে।

অনলাইন ডেস্ক