শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠে গেলে ভারত

 অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

এশিয়া কাপের ১৬তম আসরে পাকিস্তানের পর শ্রীলংকাকে হারিয়ে সবার আগেই ফাইনালে উঠে গেলেন ভারত। এই নিয়ে ১১বার ফাইনালে খেলবে রোহিত শর্মার দল। অতীতের ১৫ আসরের মধ্যে সাতবার শিরোপা দেখা পাইনি ভারত।

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গত মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয় ভারত। ওই দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।

এছাড়া ৩৯, ৩৩ ও ২৬ রান করেন লোকেশ রাহুল, ইশান কিশান ও অক্ষর প্যাটেল।

শ্রীলংকার হয়ে ৫ উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। আর ৪ উইকেট নেন চারিথ আসালঙ্কা।

আরও পড়ুন: দলকে শ্রীলঙ্কায় রেখে দেশে সাকিব...

জবাবে শ্রীলংকা ২১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয়।

ওই দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন দুনিথ ওয়েলালাগে।

৪১ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা ও ২২ রান করেন চারিথ আসালঙ্কা।

ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা। ৪১ রানের জয়ে সবার আগেই ফাইনাল নিশ্চিত করে ভারত।

অনলাইন ডেস্ক