আইপিএলে টুর্নামেন্ট সেরা গিল, জিতেছেন চার পুরস্কার

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৩ ২২:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

আইপিএলের এবারের আসরটা দারুণ কাটিয়েছেন গুজরাট ওপেনার শুভমন গিল। করেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রহ। হাঁকিয়েছেন তিনটি শতকও। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারের পাশাপাশি নিজের করে নিয়েছেন আসরের আরও তিনটি পুরস্কার।

সোমবারে ফাইনাল ম্যাচে গুজরাটকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা জিতে নেন চেন্নাই সুপার কিংস। ফাইনালেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন গিল, ২০ বলে করেছেন ৩৯ রান।

আসরে মোট ১৭টি ম্যাচ খেলেছেন শুভমন গিল। ৫৯.৩৩ গড়ে সংগ্রহ করেছেন ৮৯০ রান। ১৫৭.৮০ স্ট্রাইকরেটে ব্যাট করে চার টি অর্ধ শতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৩টি শতক। শুভমন গিল আইপিএলের ১৬ তম আসরে ৮৫টি চার ও ছক্কা হাঁকিয়েছেন ৩৩টি। এবারের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন গিল। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গুজরাট ওপেনার। হয়েছেন গেম চেঞ্জার অব দ্য সিজনও। এছাড়া নিজের করে নিয়েছেন সর্বোচ্চ চার মারার কীর্তি।

আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার জিতেছেন গুজরাট পেসার মোহাম্মদ শামি। ১৭ ম্যাচে ২৮ উইকেট শিকার করেন তিনি। সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যশ্বী জয়সওয়াল।

ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইকরেটে খেলা ক্রিকেটারের পুরস্কার নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮৩.৪৮ স্ট্রাইকরেটে ১৪ ম্যাচে করেছেন ৪০০ রান।

পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। আসরের সবচেয়ে বড় ছক্কা হাঁকান তিনি, ১১৫ মিটার।

ক্যাচ অব দ্য সিজন নির্বাচিত হয়েছে রশিদ খানের। দুর্দান্ত ক্যাচ নিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ব্যাটার কাইল মেয়ার্সকে তিনি ফিরিয়েছিলেন সাজঘরে।

ফেয়ার প্লে অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে।

অনলাইন ডেস্ক