লায়নের মতে হোয়াইটওয়াশ হবে ভারত

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৪ ১৯:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ভারত দল। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশকে নিয়ে এবার বেশ সতর্ক ভারত। তবে সিরিজ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।

তা অবশ্য ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে নয়। অজির এই স্পিনার ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে। সেখানে লায়নের দাবি, ভারতকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বরের ২২ তারিখ থেকে। তবে সেই সিরিজ নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। দুই বছর পর পর অনুষ্ঠিত হয় বোর্ডার-গাভাস্কার ট্রফি।

২০১৪-১৫ মৌসুমের পর এই ট্রফি আর জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে নাথান লায়নের দাবি, এবার ভারতকে হোয়াইটওয়াশ করবে অজিরা।

লায়ন বলেন, ১০ বছর আগে আমরা সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে, তখন থেকেই ওদের ওপর নজর রাখছি। আমার মাথায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি জিততে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন অস্ট্রেলিয়ার দখলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত।লায়ন মনে করেন, অস্ট্রেলিয়া দলকে একটু আলাদা। তারা এখনও বিশ্বসেরা টেস্ট দল।

তিনি আরও বলেন, এবার আমাদের দলটা আলাদা। যারা দলে আছে প্রত্যেকেই খুব ভালো ক্রিকেটার। আমরা বিশ্বসেরা দল হওয়ার পথে এগোতে চাই। এখনও আমরা হতে পারিনি... ভারতকে হারালে অনেক আত্মবিশ্বাস পাব।

অনলাইন ডেস্ক