শাকিবের ‘তুফান টু’ মুক্তির তারিখ জানালেন রাফী

 অনলাইন ডেস্ক    ৩ অক্টোবার, ২০২৪ ১২:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

একের পর হিট সিনেমা উপহার দিচ্ছেন রাউহান রাফী। চলতি বছর ঈদের মুক্তি পায় রাফী পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টেনে হিট তকমা পেয়েছিল। দেশের বাইরেও সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে।

‘তুফান’সিনেমার শেষেই দর্শককে নির্মাতা আভাস দিয়েছিলেন ‘তুফান টু’ আসবে। সিনেমাটি কমে মুক্তি পাবে সেটা এতোদিন না জানালেও এবারে দর্শকের ‘তুফান টু’ মুক্তির তারিখ জানালেন রাফী। বলা যায় অনেকটা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা।

নির্মাতা আগেই জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান টু’তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে ‘তুফান টু’। বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফী।

রায়হান রাফী বুধবার (২ অক্টোবর) তার ফেসবুকে এক পোস্ট দিয়ে বলেন, আসছে রোজা ঈদ ‘লায়নে’র সঙ্গে আর কুরবানি ঈদ ‘তুফান’- এর সঙ্গে দেখা হচ্ছে, রেডি। ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। মুক্তির পরপরই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: কেন হঠাৎ দেশ ছেড়েছিলেন মিজানুর রহমান আজহারী...

তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও ছিলেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওনসহ অনেকে। তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে কে থাকবেন সে বিষয়েও কিছু জানাননি নির্মাতা। অন্যদিকে, এরই মধ্যে নতুন ঘোষণা দিয়ে ফেললেন রাফী।

ওপার বাংলার সুপারস্টার জিৎ-কে নিয়ে ‘লায়ন’ সিনেমা নির্মাণ করবেন তিনি। যেখানে এই নায়কের সঙ্গে আরও থাকবেন এপার বাংলার অভিনেতা শরিফুল রাজ। আগামী বছরের রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘পরাণ’ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফী। পরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত ‘সুড়ঙ্গ’ সেই আলোচনাকে ছাপিয়ে যায়। সেই ‘সুড়ঙ্গ’র আলোচনাকেও পেছনে ফেলে শাকিব খান অভিনীত ‘তুফান’। বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমাই একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে। এবার সেই ‘তুফান’কেও ছাড়িয়ে যাবে ‘লায়ন’, এমনটাই জানালেন রাফী।

অনলাইন ডেস্ক