এক রাতের জন্য আম্বানির কাছ থেকে কত নিচ্ছেন রিহানা?

 অনলাইন ডেস্ক    ৩ মার্চ, ২০২৪ ১০:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

বিশ্বের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। জমকালো এ অনুষ্ঠানের দেশ বিদেশের ভিআইপি সেলিব্রেটিদের সামনে পারফর্ম করবেন মার্কিন পপ গায়িকা রিহানা।

এক দিনের এ পারফর্মের জন্য রিহানা আম্বানি পরিবার থেকে কত পারিশ্রমিক পাবেন, তার ধারণা কি আপনার আছে?

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠান মাতাবে বলিউড সেলিব্রেটিরাও। তবে তাদের পারিশ্রমিক থেকে রিহানার পারিশ্রমিক অনেক বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রাক-বিয়ের অনুষ্ঠানে সংগীতের আসর জমাতে নাচছেন বলিউডের শাহরুখ-সালমান, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, কাজল-অজয়সহ অনেক বলিউড তারকারা।

আরও পড়ুন: চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত...

এ ছাড়াও সাইফ আলি খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অনন্যা পান্ডে, আদিত্য কাপুররাও জামনগরে হাজির হবেন অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে যোগ দিবেন।

আর গান গেয়ে অনুষ্ঠান জমাবেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। বিদেশি কণ্ঠশিল্পী হিসেবে গাইবেন জে ব্রাউন, রিহানাসহ একাধিক গায়ক-গায়িকা। তবে সবার আকর্ষণ রিহানার দিকে।

কারণ, ২০১৮ সালে মেয়ে ইশা আম্বানির বিয়ের সংগীতের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বেয়ন্স পেয়েছিলেন প্রায় ৪৪ কোটি টাকা। তাই মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও রয়েছেন রিহানা।

অনুষ্ঠান মাতাতে এরই মধ্যে রিহানা নিজ দেশ থেকে সঙ্গে করে নিয়ে এসেছেন বিশেষ কিছু সংগীতের যন্ত্র। তিনি রয়েছেন আম্বানির জামনগরে। আম্বানি পরিবার থেকে এক রাতে গান গেয়ে উৎসব মাতানোর জন্য প্রায় ১০০ কোটি টাকা নিচ্ছেন পপ শিল্পী রিহানা।

অনলাইন ডেস্ক