মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন হিরো আলম

 অনলাইন ডেস্ক    ২৮ আগষ্ট, ২০২৪ ১১:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে খুশিতে আশপাশের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে আটক খবর ছড়িয়ে পড়ে।

এরপর হিরো আলম রাস্তায় নেমে আসেন। হাতে মিষ্টির প্যাকেট নিয়ে যাকে সামনে পাচ্ছেন তাকেই মিষ্টি খাওয়াতে শুরু করেন। শুধু তাই নয়, ডিবি অফিস, গুলশান থানাতে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হন হিরো আলম।

নিজের অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ‘কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। তাই মিষ্টি বিতরণ করছি।’

হিরো আলম আরও বলেন, ‘২০২৩ সালে ঢাকা -১৭ আসনের উপনির্বাচনের সময় আমাকে হত্যাচেষ্টা করেছিল আরাফাত। তাই আগামী বুধবার (২৮ আগস্ট) আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করব। আমার জয়ী আসন ছিনিয়ে নিয়েছেন তিনি। এ কারণেও তার নামে মামলা করব।’

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হন আরাফাত। তার নির্দেশেই ভোটের সময় ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। বরং আরাফাতের নির্দেশেই দুর্বৃত্তরা লাঠি দিয়ে তাকে পিটিয়েছেন, এমনটাই দাবি হিরো আলমের।

অনলাইন ডেস্ক