ইতিহাসের পাতায় নাম লিখলাম: ফেরদৌস আহমেদ

 অনলাইন ডেস্ক    ১০ অক্টোবার, ২০২৩ ১৭:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেল চলাচল উদ্ধোধন করার পর আজ দুপুর ১টার সময় ট্রেনে করেন পদ্মা সেতু পাড়ি দেন। তার সঙ্গে ছিলেন তার ছোট্ট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতা সহ সরকারের পদস্থ কর্মকর্তারা।

ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ২টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠেছেন তিনি। তাকে উচ্ছ্বসিত দেখা যায়।


এছাড়াও পোস্টের ক্যাপশনে ফেরদৌস লেখেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ’। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান।


তার আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আরও পড়ুন: শাকিবের নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান...

প্রধানমন্ত্রী গণভবন থেকে মাওয়ার উদ্দেশে আজ সকাল ১০টার সময় সড়কপথে রওয়ানা হন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মা সেতুতে রেল চলাচলের মাধ্যমে রেলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলো ঢাকার কাছাকাছি। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমলো ২১২ কিলোমিটার।

অনলাইন ডেস্ক