প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান

 অনলাইন ডেস্ক    ১০ অক্টোবার, ২০২৩ ১৭:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। রোববার (৮ অক্টোবর) রাতে ‘দরদ’ সিনেমায় অফিশিয়ালি চুক্তিবদ্ধ হন তিনি।

এদিন রাতেই শাকিব খানের গুলশানের অফিসে চুক্তিবদ্ধ করে অভিনেতাকে চূড়ান্ত চিত্রনাট্য দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু ও শাকিব খান।


‘দরদ’ সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা। সিনেমায় শাকিব খানের বিপরীতে সোনাল চৌহান অভিনয় করবেন। এ সিনেমায় আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

জানা যায়, আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হবে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় নাম লিখলাম: ফেরদৌস আহমেদ...

চুক্তির দিনেই জানা গেছে, বিগ বাজেটের এই ছবি ঈদ ছাড়াই পর্দায় আসবে। যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন।

নির্মাতা অনন্য মামুন আরও জানান, আগামী বছর ভ্যালেন্টাইন ডে তে সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

অনলাইন ডেস্ক