কিংবদন্তি হুমায়ুন ফরীদিকে হারানোর একযুগ আজ

 অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

দেশের ছোট ও বড় পর্দার কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরীদিকে হারানোর এক যুগ পূর্ণ হলো আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। ২০১২ সালের এই দিনে তিনি ৬০ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।

শারীরিক মৃত্যু হলেও নিজ কর্মের মাধ্যমে আজও ভক্তদের মনে বেঁচে আছেন দাপুটে এই অভিনেতা।

দেখতে দেখতে তার এক যুগ পূর্ণ হলো। তিন দশকেরও বেশি সময় মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়েছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা।

ঢাকার নারিন্দায় ১৯৫২ সালের ২৯ মে হুমায়ুন ফরীদির জন্ম। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরীদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে ফরীদি ছিলেন দ্বিতীয়।


১৯৭০ সালে ফরীদির উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন স্নাতক করতে। পরের বছর ১৯৭১ সালে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে।

আরও পড়ুন: খাগড়াছড়ি পুলিশের উদ্যোগে চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক’...

স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক জীবন শুরু করেন হুমায়ুন ফরীদি। সেখানেই তার অভিনয় প্রতিভার বিকাশ ঘটে।

এরপর তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। ১৯৯০ দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

শোবিজে অনেক অভিনেতা আসছেন। আগামী দিনেও আসবেন। কিন্তু ফরীদির মতো এমন দাপুটে অভিনেতা খুব কমই পাওয়া যায়। কালের সাক্ষী হয়ে ফরীদি বেঁচে থাকবেন ভক্ত কুলের হৃদয়ে।

অনলাইন ডেস্ক