এবার ভারতের ‘মিয়া ভাই’ সিনেমায় হিরো আলম

 অনলাইন ডেস্ক    ১৯ অক্টোবার, ২০২৩ ১২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

হিরো আলম দেশের আলোচিত – সমালোচিত নাম। একদিকে অভিনয় দিয়ে যেমন রূপালি পর্দায় আলোচিত হয়েছেন তেমনি বাংলাদেশের বগুড়া-৪ ও ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে করে রাজনীতিতে হয়েছেন সমালোচিত।

ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার দেশের গন্ডি পেরিয়ে টালিউডের পরিচালকের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

‘মিয়া ভাই’ শিরোনামের একটি সিনেমায় আভিনয় করতে দেখা যাবে এই হিরো কে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন কলকাতার নির্মাতা জামাল উদ্দিন। সম্প্রতি ঢাকায় এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্মাতা জানান, কলকাতায় তার জনপ্রিয়তার কারণে তাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন তিনি।

‘মিয়া ভাই’ সিনেমায় হিরো আলম ছাড়া বাংলাদেশ থেকে থাকছেন রিয়া মনি। এছাড়াও থাকবেন কলকাতার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ...

হিরো আলম বলেন, ‘কলকাতায় আমার জনপ্রিয়তা আছে বলেই তারা আমাকে সিনেমায় নিচ্ছে। বাংলাদেশের অনেক নির্মাতাদের হয়তো হিরো আলমের দিকে নজর পড়েনি। তাদের মনে হয়নি যে হিরো আলমকে দিয়ে ভালো কাজ করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বাইরে থেকে যেহেতু মনে করেছে আমাকে নিয়ে ভালো কিছু করা সম্ভব, সেটা অবশ্যই আমার জন্য গর্বের।’

উল্লেখ্য, ২০১৭ সালে হিরো আলম অভিনীত প্রথম ছবি ‘মার ছক্কা’ মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেন মঈন বিশ্বাস।

অনলাইন ডেস্ক