এটিএম শামসুজ্জামান নেই, ৩ বছর!

 অনলাইন ডেস্ক    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ছোটপর্দা কিংবা বড়পর্দা সকল ক্ষেত্রেই তুমুল জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি জীবনের শেষ বয়সেও অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

এই অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)। ২০২১ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান।

বরেণ্য এই অভিনেতার জন্ম ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর, নোয়াখালীর দৌলতপুরে। এটিএম শামসুজ্জামান ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথম চিত্রনাট্যকার হিসেবে তিনি কাজ করেছেন ‘জলছবি’ সিনেমায়।

শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন বর্ষীয়ান এ অভিনেতা।এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-জলছবি, জীবন তৃষ্ণা, স্বপ্ন দিয়ে ঘেরা, যে আগুনে পুড়ি, মাটির ঘর, মাটির কসম, চিৎকার ও লাল কাজল ইত্যাদি।

আরও পড়ুন: গাংনীতে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার...

প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতার একমাত্র পরিচালিত সিনেমা ‘এবাদত’। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এটিএম শামসুজ্জামান।

অনলাইন ডেস্ক