বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় মাহি

 অনলাইন ডেস্ক    ১২ ডিসেম্বার, ২০২৩ ১৭:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আর কোনো বাধা নেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া অর্থাৎ মাহিয়া মাহি। গতকাল সোমবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন পেয়ে নায়িকা মাহি আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ছুটে গিয়েছেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। তিনি তা শেয়ার করেছেন ফেসবুকে।

আরও পড়ুন: মার্কিন নায়িকাকে পাশে নিয়ে যে বার্তা দিলেন শাকিব খান...


মাহি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম।’


তিনি আরও বলেন, ‘আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাইছি। আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।’

এর আগে, চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তার মনোনয়নপত্র বাতিলের কারণ দেখানো হয় নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর নকল।

অনলাইন ডেস্ক