হুগলি ত্রাস মোশাররফ করিমের ‘হুব্বা’, মুক্তি পেয়েছে ৫ দেশে

 অনলাইন ডেস্ক    ২১ জানুয়ারী, ২০২৪ ১৬:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘হুব্বা’ দেশের ৬৪ সিনেমা প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে।

এছাড়া ভারত ,যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আরব আমিরাতে একসঙ্গে পাঁচ দেশে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘হুব্বা’।

ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা গেছে মোশাররফ করিমকে। মূলত ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলায় খুন হয়ে যাওয়া মাফিয়া ‘হুব্বা’ চরিত্র নিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি।

সেই সাথে মাফিয়া ‘হুব্বা’র জীবনে ঘটে যাওয়া নানা কাহিনী আকৃষ্ট করেছে দর্শকদের। ‘হুব্বা’ সিনেমার লুক থেকে ট্রেলার—সব জায়গায় প্রশংসা পেয়েছেন মোশাররফ করিম।

২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার মুক্তির পরে ভক্তদের একটাই কথা ছিল, এ যেন অন্য এক মোশাররফ করিম দেখা দিলেন, যেমনটা এর আগে দেখেনি কেউ। এ যেন শহরের নতুন গ্যাংস্টার।


আরও পড়ুন: না জেনে মন্তব্য করতে চান না যুব ও ক্রীড়ামন্ত্রী...

সিনেমাটিতে নৃশংসতা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। ছবির পরিচালক ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের একজন শিক্ষামন্ত্রী। একইসাথে অভিনেতা,পরিচালক ও নাট্যকার। দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়েছে। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমায় আরও আছেন সৌমিক হালদার, পৌলমী বসু ও শ্রাবণী দাস।

অনলাইন ডেস্ক