‘মুজিব’ বায়োপিক বাংলাদেশে মুক্তি ১৩ অক্টোবর

 অনলাইন ডেস্ক    ৮ অক্টোবার, ২০২৩ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর এবং ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।

এছাড়া চলতি মাসের ১ অক্টোবর রোববার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোচিত 'মুজিব' বায়োপিকের আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশিত হয়েছে।

এই চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের মোট অর্থের ৫০ কোটি টাকা বাংলাদেশ দিয়েছে ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে।

আরও পড়ুন: এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে তামিল সিনেমা ‘লিও’...

সিনেমাটি ৮৩ কোটি টাকা বাজেটের হলেও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান চলচ্চিত্রে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।

খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও জেনারেল টিক্কা খাননের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এছাড়া শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

অনলাইন ডেস্ক