‘মিয়াভাই’খ্যাত নায়ক ফারুক আর নেই

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৩ ১১:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান - বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ বলেন, আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আব্বু মারা গেছেন। আপনারা আব্বুর জন্য দোয়া করবেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন আব্বু।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে লাঠিয়াল, সুজন সখী, সারেং বৌ, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

আগামীকাল মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হবে। ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

অনলাইন ডেস্ক