নির্বাচন না, কাজ নিয়ে ভাবছি: জায়েদ খান

 অনলাইন ডেস্ক    ১৩ নভেম্বার, ২০২৩ ১৩:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ঢালিউড সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান গত রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তিনি ভাবছেন না। হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছি।

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।

জায়েদ খান আরও বলেন, শিল্পী সমিতিতে থাকা অবস্থায় আমি কোনো কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ অনেক কাজ জমা আছে সে গুলো শেষ করব।

আরও পড়ুন: পলিটিক্সের শিকার হয়ে সিনেমা থেকে বাদ পড়েছি: পূর্ণিমা...

ডিপজলের প্যানেল নিয়ে জায়েদ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে তো জাতীয় নির্বাচন, তারপর শিল্পী সমিতি।

অন্যদিকে মনোয়ার হোসেন ডিপজল বলেছেন, জায়েদ জুনিয়র ছেলে। সে আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনও চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করছি।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

অনলাইন ডেস্ক