এই প্রথম নিজেকে ‘এতিম’ মনে হচ্ছে: পরীমনি

 অনলাইন ডেস্ক    ২৬ নভেম্বার, ২০২৩ ১১:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

একমাত্র অভিভাবক নানাভাইকে হারিয়ে বেদনায় আচ্ছন্ন ঢলিউড সিনেমার নায়িকা পরীমনি। নানার মৃত্যুর পরে এই নায়িকার উপলব্ধি হলো, এমন ভালোবাসা তিনি আর কারো কাছ থেকে পাননি। তবুও নানাভাইয়ের দেওয়া ‘শিক্ষায়’ নিজেকে শক্ত রেখেছেন বলেও জানিয়েছেন পরী।

এই নায়িকার ভাষ্য, ছেলেবেলায় বাবা-মাকে হারালেও এই প্রথম নিজেকে ‘এতিম’ বলে মনে করছেন তিনি।

ফেইসবুকে নানা শামসুল হক গাজীর কবরের ছবি গত শনিবার সকালে শেয়ার করে পরীমনি লিখেছেন, “এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে না আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্যে কি ছিলো।”

শুক্রবার রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীমনির নানা শামসুল হক গাজীর মৃত্যু হয়। এই হাসপাতালে আইসিইউতে ছিলেন পরীমনির নানা। শুক্রবার সকালে ফেইসবুকে একটি পোস্ট দিয়ে এ খবর জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

আরও পড়ুন: ডিবি কার্যালয়ে ক্ষমা চাইলেন তানজনি তিশা...

শামসুল হক গাজীর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। শুক্রবার সিংহখালী গ্রামে সমাহিত করা হয় তাকে।


ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পরীমনি বেড়ে ওঠেন ভাণ্ডারিয়ায় তার নানা বাড়িতে। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি।

অনলাইন ডেস্ক