আইন লঙ্ঘনের অভিযোগ শাকিব-সিয়ামের বিরুদ্ধে!

 অনলাইন ডেস্ক    ২ সেপ্টেম্বার, ২০২৪ ১৮:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’ এখনও দর্শকপ্রিয়তার তুঙ্গে। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির আগেই আলোচিত হয় ‘তুফান’-এর পোস্টার। পোস্টারে বিধ্বংসী লুক অনেকের নজর কাড়ে। তেমনি মুক্তির অপেক্ষায় থাকা সিয়াম আহমেদের ‘জংলি’র পোস্টারও বেশ আলোড়ন তোলে।

এই দুই পোস্টার নিয়ে অভিযোগ এসেছে একটি সংস্থা থেকে। পোস্টার দুটিতে দুই নায়ককেই সিগারেট হাতে দেখা যায়। শাকিব ও সিয়ামের এমন ধূমপান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে ধূমপানবিরোধী একটি সংস্থা। তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে।

সম্প্রতি স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের সংস্থাটি শাকিব খান ও সিয়ামের ধুমপানের পোস্টার প্রকাশ করে লিখেছে, বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধিনিষেধ থাকলেও, তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর-তরুণদের ধূমপানসহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে।

তাদের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে বলে মনে করে সংস্থাটি। সংস্থাটি বলছে, আইন লঙ্ঘনে জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে, তাদের বর্জন করুন।

একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলুন। দর্শকের কাছে সিনেমাকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার।

তবে সিনেমার এসব পোস্টার তৈরিতে মেনে চলতে হয় কিছু বিধিনিষেধ। অথচ সেসব নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাতা-প্রযোজকরা দেদার ব্যবহার করছেন ধূমপানের দৃশ্য।

অনলাইন ডেস্ক