ওয়ান্টেড লিস্টে শাকিব খান, খুঁজে দিলেই লাখ টাকা পুরস্কার!

 অনলাইন ডেস্ক    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।

কিছু দিন আগেই ‘দরদ’ সিনেমা ফাস্ট লুক প্রকাশ্যে এসেছে। সেখানে শাকিব খানকে দেখা গেছে এলোমেলো চুলে, চোখেমুখে প্রতিশোধের ছাপ।

এদিকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাতা অনন্য মামুন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যায়, শাকিব খানের একটি স্কেচ ছবি। এই ছবির উপরর অংশে লেখা ওয়ান্টেড: মৃত কিংবা জীবিত। আর নিচে লেখা হয়েছে নাম ‘দুলু’। তাকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

ক্যাপশনে তিনি লেখেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগে কোনো বাংলাদেশি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অডিয়েন্স, পরিচালক, প্রযোজক ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো যেতে পারে। এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। দেখানো হবে পাঁচ ভাষার প্রোমো! এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা।

আরও পড়ুন: গর্ভের শিশুর লিঙ্গের পরিচয় প্রসঙ্গে যে রায় দিলেন হাইকোর্ট...

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি নির্মাতা জানিয়েছেন, ছবির প্রথম টিজার প্রকাশ করবেন বুর্জ খলিফায়। যা কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি। এছাড়া এরইমধ্যে আমরা সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করে দিয়েছি।

এ সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দরদ’ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এর গল্প। একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি।

এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, মিশা সওদাগর, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, ইমতু, এলিনা শাম্মী, লুৎফুর রহমান জর্জ, রিও প্রমুখকে।

এটি বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়। ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহপ্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

অনলাইন ডেস্ক