ফারুকীকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

 অনলাইন ডেস্ক    ২৭ জানুয়ারী, ২০২৪ ১৮:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

ব্রেন স্ট্রোক করে গত সোমবার (২২ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। এখনও তিনি হাসপাতালে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

শুরু থেকে সর্বদা পাশে রয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। অসুস্থতার প্রথম খবরটি তিনি সামাজিক মাধ্যমকে জানিয়েছেন।

আগের চেয়ে ফারুকী এখন ভালো আছেন। তাই তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কিন্তু কবে বাসায় ফিরতে পারবেন তা নিশ্চিত করেননি চিকিৎসক।

তিশা বলেন, এখন অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে কবে বাসায় ফিরবেন তা নিশ্চিত করেননি চিকিৎসক। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব।

আরও পড়ুন: নির্বাচন বাতিলের দাবিতে যে কর্মসূচি ঘোষণা করল বিএনপি...

এর আগে তিশা ফেসবুকে লিখেছিলেন, আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত আলহাদুলিল্লাহ। সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। এর উত্তর দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ।

মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

অনলাইন ডেস্ক