ভোট দিয়ে ফেরদৌস বললেন, আমি আজকে বিস্মিত হয়েছি

 অনলাইন ডেস্ক    ৭ জানুয়ারী, ২০২৪ ১৬:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ভোট দিয়েছেন ঢাকা-১৭ আসনের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নিজের ভোট দিয়ে বলেছেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর। বাড়াবাড়ি নেই, কোথাও কোনো ঝামেলা দেখিনি। লোকজন একটু স্লো আসছে।

জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানো কোনো প্রার্থীকে তার নির্বাচনি আসন থেকেই ভোটার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো আসনের ভোটার হলেই চলে।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ভোটগ্রহণ চলছে...


তিনি বলেন, ‘আজকে এক অসাধারণ সকাল। কারণ, এই মুহূর্তে যে অবিস্মরণীয় ঘটনাটি ঘটে গেল তা আমার জন্য স্বপ্নাতীত, অকল্পনীয়। আমি আজকে বিস্মিত হয়েছি কারণ, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে।

ঢাকা-১০ আসনে আমি মনোনয়ন পেয়েছি নৌকা প্রতীকে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। বাট অনেকেই হয়তো এটা জানতেন না প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন।

জয়ের ব্যাপারে আশাবাদী ফেরদৌস বলেন, আমার মনে হচ্ছে, আশানুরূপ ফল আমরা পাব এবং নিশ্চিত নৌকার বিজয় হবে।

অনলাইন ডেস্ক