সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ঘোষণা ডিপজলের

 অনলাইন ডেস্ক    ১০ আগষ্ট, ২০২৪ ১১:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন মত ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সমস্যা সমাধানে এবার সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। গত শুক্রবার (৯ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে ডিপজল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিপজল বলেন, সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, ঘটছে। এমন অপচেষ্টা সর্বাত্মকভাবে রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের জান-মাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা সারাদেশে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না।

ডিপজলের মতো শোবিজ তারকারাও কোনোভাবেই দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হতে দিতে রাজি নন।

অনলাইন ডেস্ক