আমি খেলোয়াড় হতে ঢাকায় এসেছিলাম: জায়েদ খান

 অনলাইন ডেস্ক    ২ অক্টোবার, ২০২৩ ১৮:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। আলোচিত এই অভিনেতা সবসময় নানারকম খবরেই থাকেন। খেলার প্রতি আগ্রহ ও ভালোবাসা রয়েছে তার। সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লীগের সময় জানা গেল এই খবর।

জানা যায় জায়েদ খান ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই পিরোজপুর থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু অভিনয় জগতে পা রাখায় ক্রিকেটার না হয়ে নায়ক হয়েছেন তিনি। গণমাধ্যমে সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, এক সময় পিরোজপুর জেলা দলের ফাস্ট বোলার ছিলাম আমি।

আরও পড়ুন: পরীমণির ‘দ্বিতীয় ইনিংস’...

এ বিষয়ে জায়েদ খান আরো বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করি । পিরোজপুর জেলা দলেও খেলেছি। ঢাকায় আসার উদ্দেশ্য ছিলো ক্রিকেটার হবো। এজন্যই গ্রাম থেকে শহরে আসি। কিন্ত নিয়তির জোরে খেলোয়াড় না হয়ে অভিনেতা হয়েছি।’

সবশেষ জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করেছেন। কিন্তু সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। এছাড়া আরও একটি নতুন সিনেমায় সায়ন্তিকা-জায়েদ জুটি হওয়ার সুখবর দিয়েছেন এই অভিনেতা।

অনলাইন ডেস্ক