‘প্রিয়তমা’ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রতিমন্ত্রী পলক

 অনলাইন ডেস্ক    ৩ জুলাই, ২০২৩ ১৮:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ঢালিউড সিনেমার নায়ক শাকিব খানের অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমার জয় জয়কার এখন সর্বত্র। এই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। বাদ যায়নি দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মুক্তির পরপরই বাংলা সিনেমায় এক নতুন রেকর্ড করেছে 'প্রিয়তমা'। এ সিনেমা নারী ও মধ্যবিত্ত পরিবারের দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হয়েছে। যার প্রমাণ মিলল তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভেরিফাইড ফেসবুক পোস্টে।

গত রোববার বিকেল চারটায় দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শাকিব অভিনীত সিনেমার পোস্টারে সামনে দাঁড়িয়ে আছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

উল্লেখ্য, সারা দেশে প্রায় ১০৭টি সিনেমা হলে চলছে শাকিব খানের নতুন ছবি 'প্রিয়তমা'। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

পরিচালক হিমেল আশরাফ বলেন, এ পর্যন্ত ২২ হাজার ফুটেজ আমরা ডিলিট করেছি, আরও চোখ পড়লে ডিলিট করবো। প্রয়োজনে সাইবার ক্রাইমেরও সহায়তা নিবো।

অনলাইন ডেস্ক