যে দুই আসনের মনোনয়ন চাইবেন মাহি

 অনলাইন ডেস্ক    ৪ অক্টোবার, ২০২৩ ১২:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। ইদানিং রাজনীতির মাঠেই বেশি দেখা যাচ্ছে এই অভিনেত্রীর। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে দেখা যায় এই নায়িকাকে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নতুন ভাবে রাজনৈতিক পরিকল্পনা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেনও মাহিয়া মাহি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি।

বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। আগেও উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই অভিনেত্রী।

মাহির বেড়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে তাই তো এই দুই জায়গা বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: আমি খেলোয়াড় হতে ঢাকায় এসেছিলাম: জায়েদ খান...

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইব। কারণ আমার জন্মস্থান চাঁপাই, আর বেড়ে উঠেছি রাজশাহীতে। সেজন্য দুই আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি।

বুধবার বিকেলে মাহি নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমি আগে থেকেই রাজনৈতিক ভাবে কাজ করছি, মাঠে আমার পরিচিতি রয়েছে। জনগণের সেবামূলক কাজ করছি অনেকদিন ধরেই। মনোনয়ন ছাড়লে অবশ্যই এবার আমি মনোনয়ন কিনব।

মাহি জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেখানে যোগ্য মনে করবেন সেখানেই দেবেন।

দীর্ঘ দিন ধরে এই নাইকা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এই ছুটি কাটিয়ে চলতি মাসেই শুটিংয়ে ফিরবেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবার অভিনয় শুরু করতে চান এই নায়িকা।

অনলাইন ডেস্ক