ভারতের প্রখ্যাত ইভেন্ট অর্গানাইজার শক্তি শঙ্কর বাগচী এবার কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে কঠোর হুশিয়ারি দিলেন। তিনি বলেন, ‘মমতাজের জেলে যাওয়া এখন সময়ের অপেক্ষা। ’
গত শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে ইভেন্ট অর্গানাইজার শক্তি শঙ্কর বাগচী মমতাজের বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় দায়ের করেছিলেন।
এ মামলায় ৮ সেপ্টেম্বর জামিন পান মমতাজ। এর পরই সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শক্তি শঙ্কর বাগচী।
চলতি বছরে আদালতে (৯ আগস্ট) হাজিরার তারিখ থাকলেও সেই তারিখ অনুযায়ী তিনি উপস্থিত হতে পারেননি।
আরও পড়ুন: সায়ন্তিকার সঙ্গে হোটেলে ৪ ঘণ্টা সময় কাটানো নিয়ে মুখ খুললেন জায়েদ খান...
এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে গায়িকা হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
এই বিষয়ে শক্তি শঙ্কর বাগচী জানান, শুধু মমতাজ নয়; মমতাজকে জামিন দেওয়ায় বহরমপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলকেশ দাসের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগে হাইকোর্টে পিটিশন করেছেন।
শক্তি শঙ্কর বলেন, ‘হাইকোর্ট আমাকে মামলা করার অনুমতি দিয়েছে। হাইকোর্ট বিষয়টি পুরোপুরি জানে। নিম্ন আদালতের যে বিচারক মমতাজকে জামিন দিয়েছেন, তিনিও এটা জানেন। তিনিও আইনের লোক।
কিন্তু এই মামলায় ফরেন অ্যাক্টটাই অ্যাপ্লাই হয়নি। সেখানে ২০৫ ধারা অর্থাৎ আসামির স্বশরীরে আদালতে হাজিরা না দেওয়ার ক্ষেত্রে আদালত অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: বিয়ে করছেন আয়মান-মুনজেরিন...
হাইকোর্টের অর্ডার রয়েছে মেরিট অনুযায়ী বিচার করতে। এমনকি এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জামিন বাতিল করেছেন। আমি তখনো নিম্ন আদালতের বিচারককে পার্টি করে হাইকোর্টে মামলা করেছিলাম।
শক্তি শঙ্কর আরো বলেন, ‘আমি কলকাতা হাইকোর্ট, লোয়ার কোর্ট ও জাজদের পার্টি করে মামলা করেছি। অর্ডার আমার ফেবারে’।
পয়েন্টটা হচ্ছে এটাই যে, শুধু মমতাজ নয়, মমতাজের স্বামী এবং মমতাজের এখানকার যে আইনজীবী সবাই জেলে যাবে—এটা সময়ের অপেক্ষা।
অনলাইন ডেস্ক